কে না জানে, ‘অ্যানিম্যাল’ চলচ্চিত্রের দুর্দান্ত সাফল্যের সুবাদে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ক্যারিয়ারের বৃহস্পতি তুঙ্গে! সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ছবিটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও ঠিকই নজর কেড়েছেন তিনি। এর সুবাদে তার দুয়ারে হাজির হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব। ৩০ বছর বয়সী এই তারকা এখন বি-টাউনে নির্মাতাদের চাহিদার শীর্ষে আছেন বলা চলে।
নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কলা’ প্রশংসিত হলেও ‘অ্যানিম্যাল’ মুক্তির পর তৃপ্তির কাজ বেড়েছে। ফলে আয়ও বেশি হচ্ছে। খ্যাতি উপভোগের পাশাপাশি তিনি এবার আবাসনে আর্থিক বিনিয়োগ করলেন।
বলিউড ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মুম্বাইয়ের শহরতলিতে বিলাসবহুল একটি দোতলা বাড়ি কিনেছেন তৃপ্তি। এর মূল্য ১৪ কোটি রুপি।
বলিউড তারকারা প্রায়ই ঘরবাড়ি কেনার পেছনে প্রচুর টাকা-পয়সা ঢালেন। সেই তালিকায় নাম লেখালেন তৃপ্তি। ইনডেক্স ট্যাপ ডটকমে প্রকাশিত ভূ-সম্পত্তি নিবন্ধন রেকর্ড অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের প্রধান লোকালয়ে তার নতুন বাড়ি অবস্থিত। এটি মোট ২ হাজার ২২৬ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এরমধ্যে ২ হাজার ১৯৪ বর্গফুটের ওপর ভবন নির্মাণ করা হয়েছে।
এদিকে তৃপ্তির নতুন চলচ্চিত্র ‘ব্যাড নিউজ’ মুক্তির অপেক্ষায় আছে। করণ জোহরের প্রযোজনা ও আনন্দ তিওয়ারির পরিচালনায় এতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
কিছুদিন আগে ‘ভুল ভুলাইয়া থ্রি’র শুটিং শুরু করেছেন তৃপ্তি। এতে তার সহশিল্পী কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান। কার্তিকের বিপরীতে অনুরাগ বসুর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি আছে তার ঝুলিতে। সামনে ‘ধাড়াক টু’তে সিদ্ধার্থ চতুর্বেদীর বিপরীতে এবং ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’তে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল পার্ক’ তো আছেই।