ক্যারিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা। পরপর তিনটি সিনেমা ফ্লপ। তবে পরের সিনেমা দিয়েই ঘুরে দাঁড়ায় নায়িকা রূপা মির্জা। সিনেমা সুপারহিট, সঙ্গে জাতীয় পুরস্কার। এই সাফল্য উদ্যাপন করতে সে একটা সাকসেস পার্টির আয়োজন করে। আলোকোজ্জ্বল ওই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। গল্পটি ‘পয়জন’ ওয়েব ফিল্মের। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় নায়িকা রূপা মির্জা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।
১০ জুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে সিনেমাটি। নাটক দিয়েই পরিচিতি তিশার, এখনো বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। সিনেমার নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতি নিতে হয়েছে বলে জানালেন তিশা। তিনি বলেন, ‘আমি তো নাটকের মেয়ে। সিনেমার নায়িকার চরিত্র উপস্থাপন করতে গিয়ে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। তবে একটা বিষয় স্পষ্ট করে দিই, নির্দিষ্ট কোনো নায়িকার গল্প নিয়ে ওয়েব ফিল্মটি তৈরি হয়নি। সুতরাং আপনারা কেউ ভুলভ্রান্তিতে থাকবেন না।’
পয়জন ওয়েব ফিল্মে সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে এখনো বড় পর্দায় নাম লেখাতে পারেননি তিশা। শোনা যাচ্ছে, শিগগিরই তিনি সিনেমায় থিতু হবেন।
প্রতি ঈদেই অনেক নাটক প্রচারিত হয় তিশার। তবে পয়জনে অভিনয় করতে গিয়ে এবার অন্য কাজে তেমন মনোযোগ দিতে পারেননি বলে জানালেন তিনি। তিশা বলেন, ‘আমার ক্যারিয়ারে এই প্রথম কোনো ঈদে এত কম কাজ করেছি। সব মিলিয়ে এবার হয়তো চার-পাঁচটি নাটকে দেখা যাবে আমাকে। এবার আমার সব আগ্রহ ছিল পয়জনকে ঘিরে। কাজটি নিয়ে নির্মাতা থেকে শুরু করে সবাই এত আন্তরিক ছিলেন যে আমি চেষ্টা করেছি এখানে তুলনামূলক বেশি সময় দেওয়ার। পয়জন আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমী কাজ।’
পয়জন ওয়েব ফিল্মে সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে এখনো বড় পর্দায় নাম লেখাতে পারেননি তিশা। অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই তিনি সিনেমায় থিতু হবেন। তিশাও জানালেন তেমনটি। তিনি বলেন, ‘আমি আশা রাখছি এবং কথা দিচ্ছি, এ বছরই দর্শকদের জানাতে পারব কোনো সিনেমা দিয়ে আমার বড় পর্দার যাত্রা শুরু করছি।’
শোনা যাচ্ছে, শাকিব খানের বিপরীতে তিশার সিনেমা করার গুঞ্জন। এ ব্যাপারে প্রশ্ন করতেই রহস্য জিইয়ে রাখলেন তিশা। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তিনি বললেন, ‘তিনি বাংলাদেশের বড় তারকা। আমার প্রথম সিনেমা যদি শাকিব ভাইয়ের সঙ্গে হয়, তাহলে তো ভালো।’