জাপান থেকে অন্যরকম স্মৃতি নিয়ে ফিরলেন মনামী

বিনোদন ডেস্ক
  ১৩ জুন ২০২৪, ০০:২৬

টালিউড অভিনেত্রী মনামী ঘোষ সদ্য জাপান থেকে ঘুরে এসেছেন। তারই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কিন্তু একগুচ্ছ ছবির মধ্যে থেকে দু’টি ছবি দেখে চিন্তিত নেটিজেনরা। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মনামী ঘোষের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির মধ্যে থেকে দু’টি ছবি ভাইরাল হয়েছে। একটিতে দেখা যাচ্ছে তার হাঁটু-কনুই কেটে রক্তাক্ত। অন্যটিতে, ক্ষতস্থান ব্যান্ডেজে ঢাকা। বিষয়টি সম্পর্কে আনন্দবাজার অনলাইন অভিনেত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জাপানের কয়োতো শহরে দুর্ঘটনা ঘটেছিল। ওখানে ইলেকট্রিক বাইকের প্রচলন বেশি, প্রত্যেকের বাড়িতে, রাস্তার মোড়ে দেখা যায় এই গাড়ি।
খুব উৎসাহ নিয়ে চালাতে গিয়েছিলাম। ওটা একাই চালাতে হয়। কিছুটা যাওয়ার পরেই দুর্ঘটনা ঘটল!’ এসময় তিনি আরও জানান, তাল সামলাতে না পেরে ছিটকে পড়েন মনামী। খোয়া ছড়ানো রাস্তার উপরে পড়ে হাত-পা কেটে যায়। অভিনেত্রীর মতে, ‘ভাগ্যিস সামনে কোনও বড় গাড়ি ছিল না। তা হলে আর নিজের হাতে-পায়ে হাঁটাচলা করতে হত না।’
এছাড়া মজা করে মনামী বলেন, ‘জাপান থেকে অনেক স্মৃতি নিয়ে ফিরেছি। সব ভালো ভালো স্মৃতি। একটা অন্য রকম কিছু থাকবে না, তাই হয়?’ ১৪ মে থেকে ৫ জুন জাপানে লম্বা সফর দেন মনামী।