কলকাতাতে শাকিব খানের তুফানের বিশেষ প্রদর্শনী

‘পিছু ছাড়ছে না’ অপু-বুবলী

বিনোদন ডেস্ক
  ০৬ জুলাই ২০২৪, ১২:৩৪

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ বাংলাদেশ কাঁপানোর ৫ জুন (শুক্রবার) মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এর আগেই অবশ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ছবিটি। পশ্চিমবঙ্গে মুক্তির আগে কলকাতায় হয় ছবিটির বিশেষ প্রদর্শনী, সংবাদ সম্মেলনে হাজির হন শাকিবসহ ছবিরি কলাকুশলিরা।
তবে শাকিবের সংবাদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে এসে তার শাকিব দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ৪ জুন (বৃহস্পতিবার) কলকাতায় ‘তুফান’ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব খান। এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। শাকিব খান বলেন, ‘দুই বাংলার মধ্যে কোনো ভেদাভেদ নেই। দুই বাংলায় বহু ভালো কাজ হচ্ছে। আমি আশাবাদী, ছবিটি এপার বাংলার দর্শকদের পছন্দ হবে।’
সাম্প্রতিক অতীতে বাংলাদেশি কোনো ছবি পশ্চিমবঙ্গে তেমন ব্যবসা করতে পারেনি। সেখানে ‘তুফান’ নিয়ে কতটা আশাবাদী ঢালিউড মেগাস্টার?- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলা ছবি চলবে কি না, প্রশ্নটি বাঙালিদের করা উচিত নয়। তা হলে একে অপরকে আমরাই ছোট করব। এ বাংলা তো উত্তম কুমারের ইন্ডাস্ট্রি। তা হলে কেন পিছিয়ে থাকবে?’
শাকিব খানের মতে, বাঙালিদের আগে বাংলা ছবিই দেখতে হবে। তারপর বলিউড বা দক্ষিণী ছবি দেখা উচিত। তিনি বলেন, ‘ভালো ছবি দেখে বলতেই হবে, ‘‘জয় বাংলার জয়’’। অন্যথায় নিজেরাই একে অপরের চোখে ছোট হয়ে যাব।’
শাকিবের সঙ্গে তার সাবেক দুই স্ত্রী অপু ও বুবলীর সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। অপু বিশ্বাস কি ‘তুফান’ দেখেছেন? প্রশ্নের উত্তরে শাকিব কারও নাম না নিয়ে বলেন, ‘কারা এখনো ছবিটি দেখেছেন, আমি জানি না।’ পরে শাকিবকে অপু-বুবলী বিতর্কেও প্রশ্ন করা হয়। তবে কৌশলে তিনি এ প্রশ্ন এড়িয়ে যান।
উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই, ইন্টারন্যাশনাল পরিবেশক হিসেবে আছে টলিউডের নামি প্রযোজনা, পরিবেশনা সংস্থা এসভিএফ।