‘বার্বি’ নায়িকা মার্গট রবিকে নিয়ে চলছে নতুন আলোচনা। মা হচ্ছেন হলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।
দ্য পিপল এর প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক টম অ্যাকারলি-মার্গট রবি দম্পতি তাদের সংসারে প্রথম সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন।
মূলত সামাজিক যোগযোগমাধ্যমে ইতালিতে দুজনের অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশের পর থেকেই মার্গট রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নজরে আসে ভক্তদের। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প দেখে তার মা হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
তবে এখন পর্যন্ত টম অ্যাকারলি-মার্গট রবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার টু’-এর সেটে একে ওপরের প্রেমে পড়েন মার্গট রবি-টম অ্যাকারলি। পরে ২০১৬ সালে বিয়ে করেন। তবে নিজেদের দাম্পত্য জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তারা।