দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জনপ্রিয়তার দিক দিয়ে দেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী তিনি। সুন্দর, সাবলীল ও অনবদ্য অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।
সামাজিক পাতায় বেশ জনপ্রিয় জয়া। সেখানে প্রায় ভক্তদের জন্য নিজের ছবি-ভিডিও আপলোডসহ বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস দেন তিনি। এবার জয়া বারান্দার মিষ্টি আলু চাষ করেছেন। আর তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
ছবিতে দেখা যায়, শাড়ি পরে বারান্দায় ডালা হাতে মিষ্টি আলু নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাটি খনন করে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দার চাষ করা মিষ্টি আলু।’
শাড়িতে জয়াকে বেশ মানিয়েছে। বাঁধা চুলে হালকা মেকআপ আর মিষ্টি হাসি যেন ভক্তদের মন ছুঁয়ে যায়। জয়ার এই আনন্দের মুহূর্ত নিয়ে ফেসবুকে হরেক রকম মন্তব্য করছেন তার অনুসারীরা। এ পোস্টের কমেন্টে শাহনাজ রহমান নামে এক ভক্ত লিখেছেন, ‘মিষ্টি আলু মাটির চুলায় পুড়িয়ে খেতে অনেক মজা।’ আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টি আলু।’
এ ছাড়া জয়ার এ ছবি দেখে অনেকে টলিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে তুলনা করেছেন।