বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা হাবু ভাই। তার আসল নাম চাষী আলম। বৃহস্পতিবার ১১ জুলাই ভোর রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম অনুযায়ী, সুসংবাদ জানিয়ে চাষী আলম সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমি পুত্র সন্তানের বাবা হয়েছি আমি। মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এছাড়া সকালে ‘আলহামদুলিল্লাহ’ লিখে ফেসবুকে একটি পোস্ট করেছেন চাষী। তার পোস্টের কমেন্টবক্স ভরে উঠেছে বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায়।
চাষী আলম গত বছরের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন।
ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেতা। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত একাধিক নাটক ও ওয়েবফিল্ম।