এখনও হাল ছাড়েননি রাইমা সেন

বিনোদন ডেস্ক
  ১৫ জুলাই ২০২৪, ১৪:০০

বহুদিন পর মুক্তি পেতে যাচ্ছে টালিউডের সুদর্শনী নায়িকা রাইমা সেনের নতুন সিনেমা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মা কালী’ নামের সিনেমাটির টিজার। সিনেমার মুখ‍্য ভূমিকায় রাইমার বিপরীতে দেখা যাবে অভিষেক সিংকে। প্রায় দুই মিনিটের টিজার নিয়ে শুরু হয়েছে নানামুখী চর্চা। দেশভাগের আগে বাঙালিদের ওপর নির্মম অত্যাচারের হৃদয়বিদারক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন বিজয় ইয়ালাকান্তি। টিজার প্রকাশের পর জানা গেছে, এ সিনেমায় কাজ না করতে হুমকি দেওয়া হয়েছিল রাইমাকে, কিন্তু তাতে পাত্তা না দিয়ে কাজটি শেষ করেন তিনি।
নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা; ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সে সময় গণহত্যার নৃশংসতা এবং কীভাবে ভারত ভাগের আগুন বাংলা থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল, তা দেখানো হবে পর্দায়। একটি পরিবারকে কেন্দ্র করেই বলা হলে সেকালের সাধারণ মানুষের যন্ত্রণার কথা। টিজারে সিনেমার গল্পের যে ঝলক দেখা গেছে তাতে দেশভাগের সময় মানুষের কষ্ট, যন্ত্রণা, অত‍্যাচারের কথা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ব্রিটিশদের বাংলা ভাগের পরিণাম যে কী ভয়ঙ্কর হয়ে উঠেছিল তা ফুটিয়ে তোলা হয়েছে পুরো সিনেমাজুড়ে।
স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ থেকে তিনি সিনেমাটিতে কাজ করেছেন জানিয়ে রাইমা বলেন, এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশভাগের ইতিহাস। রাইমা আরও জানান, চিত্রনাট্য পড়ার সময় কেঁদে ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছে, এই অন্যায় দিনের পর দিন বাংলা এবং বাঙালি সহ্য করে আসছে। যেহেতু তিনিও একজন বাঙালি। তাই সেই জায়গা থেকে তারও সেসব তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।
এর আগে এই সিনেমার কয়েকটি পোস্টার প্রকাশ্যে আসার পর হুমকিও পেয়েছিলেন রাইমা সেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবাক। এ-রকমও যে হতে পারে আমার ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। ছবি না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। এর আগে গত বছর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির ট্রেলার দেখেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তারপর ছবিটা দেখে সবাই চুপ করে যান।’ ‘মা কালী’ মুক্তির পরও একই ঘটনা ঘটবে বলে আশা রাইমার। বাংলা ছাড়াও একাধিক ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।