বেশ কিছুদিন ব্যক্তিজীবন আর শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মাঝে অভিনয়ে বিরতিও নিয়েছিলেন। তবে সকল সমস্যা পেছনে ফেলে আবারও কাজে সরব হয়েছেন তিনি।
বেশ কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হয়েছে। কাজ করছেন হলিউডের জনপ্রিয় 'সিটাডেল' সিরিজের ভারতীয় সংস্করণে। শুরু থেকেই কাজটি নিয়ে আলোচনায় রয়েছেন সামান্থা। দর্শক কৌতূহলও রয়েছে তুঙ্গে। এবার সেই কৌতুহল আরও বাড়িয়ে দিলেন সিরিজটির নির্মাতারা।
গত ১ আগস্ট প্রকাশে এসেছে সিরিজটির প্রথম ঝলক। আর তাতেই নজর কাড়লেন সামান্থা। প্রথম ঝলকেই সিটাডেল হানি বানি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিলেন। তবে ১ মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে কোনো সংলাপ শোনা যায়নি। কিন্তু শোনা গেছে, রাত বাকি বাত বাকি গানটি। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ধুন্ধুমার অ্যাকশনও চোখে পড়েছে। সেই অ্যাকশনে দর্শকদের মাত করেছেন সামান্থা ও বরুণ ধাওয়ান।
সামান্থা ঝলকটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, 'শুরুর ধাক্কা! সামলে নিন। ঝড় তুলতে আসছি ৭ নভেম্বর। এমন কাজের অংশ হওয়া গর্বের। কৃতজ্ঞতা সবার প্রতি।' উল্লেখ্য, গত বছর মুক্তি পেয়েছে হলিউডের সিটাডেল। যেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল। সিরিজটি পরিচালনা করেছেন রাজ এবং ডিকে। গল্প লিখেছেন সীতা আর মেনন, রাজ ও ডিকে। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।