কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ছিল পুরো দেশ। এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের এই আন্দলন অবশেষে সফল হল আজ সোমবার। শিক্ষার্থীদের সরকার পতনের এক দফা দাবির মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। এমন খবরে দেশজুড়ে আনন্দ বিরাজ করছে। সেই আনন্দে উচ্ছ্বসিত শোবিজের তারকাশিল্পীরাও। তারাও আনন্দ প্রকাশ করছেন সমাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
সংগীতশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’
সামিনা চৌধুরী লিখেছেন, ‘সত্যি! ছেলে-মেয়েদের কষ্ট শেষ হয়েছে? প্লিজ জানাও! আমি এখনও বুঝতে আর বিশ্বাস করতে পারছি না।’
গায়ক আসিফ আকবর লিখেছেন, ‘সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬শে জুলাই (৫ই আগস্ট) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। মনে রাখতে হবে- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে, ধৈর্য্য ধরতে হবে। রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।
তিনি আরও লিখেছেন, ‘আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্র/ছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি। বিশ্বাস ছিল, এই তারুণ্যই একদিন সমস্ত অচলায়তন ভেঙ্গে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসাবে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞঁতা। সবুজের বুকে লাল/ সেতো উড়বেই চিরকাল। সাবাশ বাংলাদেশ।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’
চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘তিন বছর আগে এই ৫ আগষ্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা।’
অভিনেতা ওমর সানী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শেখ হাসিনার পদত্যাগের পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনা থেকে মুক্ত বাংলাদেশ! এটা সম্ভব করার জন্য কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। এটা মাত্র শুরু। আমরা আমাদের মাতৃভূমিকে সংস্কার করব।’
গায়ক তাসরিফ খান লিখেছেন, ‘সৈরাচারের পতন হয়েছে। আমরা এখন স্বাধীন।’
অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘মুগ্ধদের বাংলাদেশে যাদের কলিজায় পানি নাই, তাদের পানি খাওয়ান। তাদের আঘাত না করে ঠিক মুগ্ধর মতোই বলেন “পানি লাগবে পানি”।’
অভিনেত্রী ঈশিকা খান লিখেছেন, ‘ভিতরে যে এত দেশ প্রেম ছিল তা আগে বুঝি নাই! ছাত্র-জনতা বুঝিয়ে দিলো।’ অন্য একটি এই অভিনেত্রী লিখেছেন, ‘এই আবেগ, এই কান্না! আহা! আজ চিৎকার করে এই খুশির কান্না কানতে চাই।’