মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। তাদের টানা পাঁচ বছর প্রেমের সম্পর্ক গড়ালো বিচ্ছেদে। কয়েক মাস আগে এ খবর ছড়ালেও স্পষ্ট করে মুখ খোলেননি কেউই। তবে বিচ্ছেদের খবর রটার পরে একসঙ্গে আর দেখা যায়নি তাদের। সামাজিকমাধ্যমে একের পরে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দুজনেই। বৃহস্পতিবার এমনই এক পোস্ট করলেন মালাইকা।
জীবনে সমতা কীভাবে বজায় রাখতে হয়, পোস্টে সেই বার্তা দিলেন মালাইকা। তিনি লিখেছেন, ‘যেকোনো কাজেই সমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সারা রাত মন ভরে নাচুন। তবে সকালে উঠে যোগাসন করুন। ওয়াইন পান করুন। তবে সবজির জুস খেতেও ভুলবেন না। মন চাইলে অবশ্যই চকলেট খান। শনিবার রাতে হাইহিল পরুন। রোববার সকালে খালি পায়ে ঘুরুন। নিজের জীবনের দুটো দিকই মেনে নিন।’
মালাইকা তার পোস্টে আরও লেখেন, ‘সাহসী হন। মন খুলে জীবনটা বাঁচুন। পাশাপাশি প্রয়োজনে নীরব, সহনশীল, বিনয়ী ও শান্ত হোন। এ ভাবেই সমতা খুঁজুন। নিজের নিয়ম নিজেই তৈরি করুন এবং সেটাই অনুসরণ করুন। জীবন আপনার। অন্য কাউকে বলতে দেবেন না, আপনি কী ভাবে বাঁচবেন।’
এই পোস্ট দেখেই নেটাগরিকের ধারণা, বিচ্ছেদ পরবর্তী পরিস্থিতিতে নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন ‘একাকী’ মালাইকা। কিছু দিন আগে এক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, মালাইকা ও অর্জুনকে পাশাপাশি দেখা যায়নি।