বলিউড বাতাসে যেমন তারকাদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়ায়, তেমনি প্রায়ই শোনা যায় সম্পর্ক ভাঙার খবর। এবার বলিউড বাসিন্দা থেকে শুরু করে নেটিজেনরা আলোচনায় মেতে উঠেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও কাহিনিকার রাহুল মোদিকে নিয়ে। কিছুদিন আগেও অনেকেই তাদের প্রেমে নিয়ে নানা জল্পনা-কল্পনা শেষ ছিল না। শ্রদ্ধা-রাহুল কবে সাত পাকে বাঁধা পড়ার ঘোষণা দেবেন- তা নিয়েও কৌতুহল ছিল অনেকের। কিন্তু তার আগেই শোনা গেল, রাহুল মোদির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন শ্রদ্ধা কাপুর।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে রাহুলকে ইনস্টাগ্রামে আনফলো করে ফেলেছেন শ্রদ্ধা। একই সঙ্গে এই কাহিনিকারের বোন, তাঁর প্রোকাকশন হাউসের সঙ্গে সবরকমের যোগাযোগ ছিন্ন করেছেন। যা নিয়ে অনেকের প্রশ্ন, সত্যি কী তারা বিচ্ছেদের পথে হাঁটছেন? নাকি পুরো বিষয়টাই নতুন সিনেমার প্রচারণার কৌশল? নেটিজেনদের এমন প্রশ্ন করার কারণ একটাই, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধার নতুন সিনেমা ‘স্ত্রী-২’; যার প্রথম কিস্তি সিনেমা বোদ্ধা দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই এই সিনেমার সিক্যুয়েল মুক্তির আগে অভিনেত্রী আলাদা ভাবে আলোচনায় থাকতে চাইছেন কিনা, সে প্রশ্নও উঠে বলিউড বাসিন্দাদের আলোচনায়।
যদিও বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি শ্রদ্ধা ও রাহুল, তারপরও তাদের ঘিরে গুঞ্জন ক্রমশই ডালপালা মেলতে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে আরও জানা গেছে, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমার শুটিং করতে গিয়েই রাহুল মোদির সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছিল শ্রদ্ধা কাপুরের। এরপর বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন তারা। মুখে সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে রাহুলের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছিলেন শ্রদ্ধা।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও।’ পোস্টেই সম্পর্কের সিলমোহর দেওয়া হয়ে গিয়েছে বলেই অনেকে ধরে নিয়েছিলেন। এমনকী কিছুদিন আগে ‘স্ত্রী ২’ সিনেমার প্রচারে বিয়ে প্রসঙ্গে কথা উঠলে শ্রদ্ধা জানিয়েছিলেন, তিনি যখন ইচ্ছা তখনই বিয়ে করতে পারেন। কিন্তু এইসবের মাঝে হঠাৎই রাহুলকে কেন আনফলো করলেন অভিনেত্রী? সম্পর্কে সত্যিই ইতি টানলেন নাকি পুরোটাই সিনেমার প্রচার? এখন এসব প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তবে এই মুহুর্তে ব্যক্তি জীবন নয়, বরং কাজ নিয়েই কথা বলতে বেশি ইচ্ছুক শ্রদ্ধা।
তাঁর কথায় ‘তারকা জীবনে প্রেমের গুঞ্জন থাকবেই। এর কোনটা সত্যি কোনটা মিথ্যা তা সময়ই বলে দেবে। তাই অভিনয় ছাড়া অন্য কিছু ভাবছি না। শিগগিরই দর্শক ‘স্ত্রী-২’-এর পাশাপাশি আমাকে নতুন বেশ কিছু সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে দেখতে পাবেন। সেগুলো তাদের প্রত্যাশা পূরণ করবে বলেই আমার বিশ্বাস।’