জন্মসূত্রে শ্রীলঙ্কান হলেও তাঁকে অনেকেই মনে করেন ভারতীয়। অনেক ধরে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন বলেই হয়তো। বিলাসী জীবনযাপনের জন্য তাঁকে বলা হয় বিলাসী অভিনেত্রী। একবার তিনি ধনীদের সঙ্গে টেক্কা দিয়ে দ্বীপ কিনেছিলেন। ৩৯তম জন্মদিনে বিশেষ ছবিতে দেখে নিতে পারেন এই অভিনেত্রী জানা–অজানা কথা।
তিনি অভিনেত্রী হওয়ার আগে ছিলেন টিভি চ্যানেলের রিপোর্টার। ইচ্ছা ছিল সাংবাদিকতা করার। পরে অস্ট্রেলিয়ায় সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছিলেন। এই অভিনেত্রীর নাম জ্যাকুলিন ফার্নান্দেজ।
ডায়েট নিয়ে খুবই সচেতন এই অভিনেত্রী। তিনি প্রায়ই জন আব্রাহামের কাছ থেকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে পরামর্শ নিতেন।
শ্রীলঙ্কায় তাঁর রেস্তোরাঁ রয়েছে। শখের বসে তিনি মালিক হয়েছেন দ্বীপের। কয়েক বছর আগে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কিনেছেন। সেই দ্বীপের পাশেই ছিল শ্রীলঙ্কান ক্রিকেটের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যক্তিগত দ্বীপ।
শ্রীলঙ্কায় তাঁর রেস্তোরাঁ রয়েছে। শখের বসে তিনি মালিক হয়েছেন দ্বীপের। কয়েক বছর আগে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কিনেছেন। সেই দ্বীপের পাশেই ছিল শ্রীলঙ্কান ক্রিকেটের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যক্তিগত দ্বীপ। যে কারণে তিনি অনেক ধনীর সঙ্গে টেক্কা দিয়ে দ্বীপটি কিনে নেন।
ব্যক্তিগত জীবনে তিনি নানাভাবে আলোচিত ও সমালোচিত। কখনো প্রেম, কখনো বন্ধুত্ব নিয়ে সমালোচনায় আসেন। তাঁর প্রেমিক ছিলেন বিন রাশিদ আল খলিফা, তিনি বাহরাইনের প্রিন্স। তাঁদের ব্রেকআপ নিয়ে গানও রয়েছে।
২০০৯ সালে জ্যাকুলিন ‘আলাদিন’ নামে বলিউডের সিনেমায় নাম লেখান। পরে ‘হাউসফুল’, ‘মার্ডার’, ‘কিক’সহ ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। দুই বছর আগে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর জন্ম ১৯৮৫ সালের ১১ আগস্ট।