ভক্ত-শ্রোতাদের জন্য নতুন গান উপহার দিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। ‘এক কাপ চা’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
‘লিখতে বসে আকাশ দেখি পর্দা উঠাই, জানালা খুলি / বাতাস আসে ঘরের ভেতর / একা থাকা, এক কাপ চা’- গানের এরকম কথাগুলোর গীতিকার শেখ রানা।
সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। তার নিজস্ব প্রযোজনা বিএম ওয়ার্কস্টেশন থেকে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।
নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘প্রতিটি আয়োজনেই সময়ের একটা ছাপ রেখে দিতে চাই। সেই ভাবনা থেকেই ‘এক কাপ চা’ গানটি তৈরি করা। সুর ও সংগীতায়োজনে চলমান সময়কে চিহ্নিত করে রাখার চেষ্টা ছিল। গায়কিতেও একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘গীতিকবি রানা তার লেখনীতে উপমার মধ্য দিয়ে মনের গহীনের অনুভূতিকে তুলে এনেছেন, যা শ্রোতামনে নাড়া দেবে বলেই আশা করছি।’
দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম নিয়ে অনেক দিন ধরেই ব্যস্ত সময় পার করছিলেন বাপ্পা মজুমদার। গত এপ্রিলে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। এই ব্যান্ডটি যার হাত ধরে গড়ে ওঠা সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।
‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।