১১ দম্পতির বিয়ে দিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা বিশাল

বিনোদন ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২২, ১৩:২৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল। অভিনয়ের পাশাপাশি সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এবার নিজে উপস্থিত থেকে ১১ দম্পতির বিয়ে দিলেন পর্দার এই নায়ক। রোববার (৬ নভেম্বর) তামিল নাড়ুর তিরুভালোরে এই ১১ দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর-কনের সাজ-সজ্জা থেকে বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করেছেন বিশাল। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
এ বিয়ের পর বিশালের পরিবারে আরো ১১ জন বোন যুক্ত হলো। তা উল্লেখ করে বিশাল বলেন, ‘সিল্কের এই পোশাক পরতে আমি খুব ভালোবাসি। কিন্তু পোশাকটি পরার সুযোগ হয়ে উঠে না। আমি কানন ও হ্যারিসহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ সুন্দর এই আয়োজনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একদিন কানন আমাকে দম্পতিদের বিয়ের অনুষ্ঠানের স্পন্সর হওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। কারণ শুটিং সেটে আহত হওয়ার কারণে চিকিৎসাধীন ছিলাম। অবশেষে আজকে সেই মহেন্দ্রক্ষণ এসেছে। আজ থেকে আমার পরিবারে আরো ১১ জন বোন যুক্ত হলেন।’
এই নবদম্পতিদের নতুন জীবন শুরুর ক্ষেত্রেও সহযোগিতা করবেন বিশাল। এ অভিনেতা বলেন, ‘তারা আমার আপন বোনের মতো। শুধু তাদের বিয়েতে উপস্থিত হয়েছি; বিষয়টি এমন নয়। সবসময় আমি তাদের পাশে থাকব। আমার ভগ্নিপতিদের ভালো-মন্দ খেয়াল রাখব। আমি বিশ্বাস করি, তারা (ভগ্নিপতিরাও) আমার বোনদের যত্ন নেবেন। আমাদের ফাউন্ডেশন তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে।’
‘কোনোরকম অনুগ্রহ বা বিনিময় ছাড়া মানুষকে সহযোগিতা করতে চেয়েছি। আমি তাদের স্বাগত জানাই, যারা আমার মতো একই ভাবনা শেয়ার করেছেন। কারণ অনেক মানুষ একত্রে কাজটি করলে তা আরো বেশি ফলপ্রসূ হবে।’ বলেন বিশাল।