সিনেমা থেকে রাজনীতি, যখন যেখানে পা রেখেছেন সেখানেই সফলতা পেয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ বছর মুক্তি পেয়েছিল তার ছবি ‘মিনি’। মুক্তির অপেক্ষায় অরিন্দম শীলের পরিচালনায় নতুন ছবি ‘খেলা যখন’।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ওটিটিতে পা রাখতে চলেছেন নায়িকা। সেই জল্পনা সেত্যি বলে জানালেন মিমি। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় হিন্দি ওটিটিতে চুটিয়ে কাজ করছেন। সেই তালিকায় নতুন নাম মিমি।
এ বছর ৬৭তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে প্রসেনজিতের সঙ্গে রেড কার্পেটে দেখা যায় মিমিকে। তখন থেকেই জল্পনা, প্রসেনজিতের সঙ্গে বলিউডের কোনো প্রজেক্টে দেখা যেতে পারে তাকে। বিক্রমাদিত্য মোতওয়ানির আগামী ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে রয়েছেন অদিতি সিং হায়দারি।
সেই সিরিজেই কি দেখা যাবে মিমিকে? অভিনেত্রী জানান, হিন্দি ওটিটিতে অভিষেক করতে চলেছেন তিনি। খুব শিগগির শুরু হতে চলেছে শুটিং। কিন্তু কনট্রাক্টে থাকার কারণে এখনই এই বিষয়ে কথা বলতে পারবেন না তিনি।