রহস্যে ঘেরা ড্রামা থ্রিলার ‘ব্লিংক টুইস’ মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৪, ২৩:১৪

রহস্যে ঘেরা  ড্রামা থ্রিলার সিনেমা ‘ব্লিংক টুইস’ হলিউডে মুক্তি পাচ্ছে শুক্রবার (২৩ আগস্ট)। ব্লিংক টুইসের গল্প সাজানো হয়েছে একজন বিলিয়নিয়ারকে নিয়ে। সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জো ক্রাভিটজ। সিনেমার ট্রেলার এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে।
ব্লিংক টুইসের গল্প সাজানো হয়েছে একজন বিলিয়নিয়ারকে নিয়ে। যে তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি ভ্যাকেশনের আয়োজন করে। যার জন্য একটি গোটা আইল্যান্ড ভাড়া নেওয়া হয়। এরপর রহস্যে ঘেরা এই আইল্যান্ডে ঘটতে থাকে একের পর এক ঘটনা। যার পেছনে বিলিয়নিয়ারের হাত রয়েছে বলে একটা সময় বুঝতে পারে সবাই। কিন্তু এর মধ্যেই খুন হয়ে যায় অনেকে। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।
সিনেমায় বিলিয়নিয়ারের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা চ্যানিং টাটুম। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাওমি অ্যাকি, ক্রিস্টান স্লাটার, সিমন রেক্স, আদ্রিয়া আরজোনার মতো তারকা। এটি নির্মাণে খরচ হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।