নিজের ‘গোপন তথ্য’ ফাঁস করলেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২২, ১২:১৩

এক জুটিকে বিয়ে দিতে পেটব্যথার ভান করেছিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সেই ‘সত্যিকারের অভিনয়’ বেশ কাজে দিয়েছিল। ১৯৮৬ সালে সেই জুটির বিয়ে করেছিল সেই জুটি।
নিজের জীবনে ঘটে যাওয়া এমনই এক ঘটনা সম্প্রতি ফাঁস করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘এই তথ্য অনেকেই জানেন না। তবে আমি শুটিংয়ের দিনেই পদ্মিনীকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। সবার সামনে পেটে ব্যথার অভিনয় করি। যাতে ও দৌড়ে গিয়ে বিয়ে করে আবার ফিরে আসতে পারে। যতক্ষণ না ও ফিরে আসে, আমি অসহ্য পেটে ব্যথার ভান করেছি। আমি না বলা পর্যন্ত বিষয়টা কেউ টের পায়নি।’


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীর সঙ্গে বেশ সখ্যতা ছিল মিঠুন চক্রবর্তীর। অতীতের চমকপ্রদ সেই ঘটনা জানাতে গিয়ে মিঠুন বলেন, ‘শুটিং সেটের মধ্যে সমানে এক চোখ দেখাত পদ্মিনী। যেটা নিয়ে বাঙালিদের কুসংস্কার রয়েছে। এক চোখ দেখালেই ঝগড়া হয়। আর ও সমানে চোখ রাঙাতো। এটার জন্য আমিও খুব রেগে যেতাম। যথারীতি আমাদের ঝগড়া শুরু হয়ে যেত শুটিংয়ে।’
পদ্মিনী কোলাপুরীর সঙ্গে মিঠুন চক্রবর্তী
অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী জানান, ‘টম অ্যান্ড জেরির মতো খুঁনসুটিতে ভরা, সাপে-নেউলে সম্পর্ক তার ও মিঠুনের। মারপিট করলেও এক নিবিড় বন্ধুত্ব বজায় রেখেছেন তারা।
উল্লেখ্য, এক সময়ের সুপারহিট এই জুটিকে ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘স্বর্গ সে সুন্দর’, ‘হাম ইন্তেজার করেঙ্গে’র মতো একাধিক সুপারহিট ছবিতে দেখেছেন সিনেমাপ্রেমীরা।