কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে উত্তাল ভারত। এর মাঝে স্বাধীনতা দিবসের পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন মধুমিতা সরকার। তারপরও অভিনেত্রী নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। এবার মাঝরাতে রাস্তায় একাই বেরিয়ে নারী নিরাপত্তা নিয়ে বার্তা দিয়েছেন টলিউড এই অভিনেত্রী।
যদিও সেটা কলকাতার রাস্তায় নয়, দেওঘরে গিয়েছেন তিনি। দেশে নিত্যদিন ঘটে চলা নারী নির্যাতনের আবহে গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি। আরজি কর-কাণ্ড নিয়ে ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন ওঠে। ঠিক যে সময়ে দেশ জুড়ে নারী স্বাধীনতা, সমাজে নারীদের অবস্থান, অধিকার নিয়ে আওয়াজ উঠেছে, সেই আবহেই রাত ২টার সময়ে রাস্তায় একাই বেরিয়ে পড়লেন মধুমিতা। যাচাই করে নিলেন নারীদের নিরাপত্তা। অভিনেত্রী নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন দেওঘর থেকে।
এদিন রাতে তাকে দেখা গেল পরনে সাদা কুর্তিতে। কপাল জুড়ে হলুদ তিলক। রাত ২টার সময়ে রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কেউ তাকে উত্ত্যক্ত বা কুরুচিকর মন্তব্য করছেন না বলেও জানিয়েছেন তিনি। ভিডিওতে মধুমিতাকে বলতে শোনা যায়, এখন রাত দুটো। এই সময়ে এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পিছন থেকে গাড়িও আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা।