হলিউড অভিনেতা ও সংগীতশিল্পী জেমস ড্যারেনের প্রয়াণ

বিনোদন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩১

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী জেমস ড্যারেন। সোমবার (২ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটি। মৃত্যুকালে তিনি স্ত্রী ইভি, ৩ ছেলে এবং ৫ নাতি রেখে গিয়েছেন।
ড্যারেনের ছেলে মোরেট জানিয়েছেন, কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বাবা। ছেলে বলেন, ‘তিনি একজন ভালো মানুষ ছিলেন। খুবই প্রতিভাবান এবং চির তরুণ।’
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্ম হয় জেমস ড্যারেনের। নিউইয়র্কে অভিনয় নিয়ে করেন পড়াশোনা। পরে কলম্বিয়া পিকচার্সে চুক্তিবদ্ধ হন। সেখানে তার প্রথম কাজ ছিল ‘রাম্বল অন দ্য ডক্স’। স্যান্ড্রা ডি ও ক্লিফ রবার্টসন অভিনীত ১৯৫৯ সালের কিশোর মুভি ‘গিজেট’-এ অভিনয়ের আগে ‘অপারেশন ম্যাডবল’ ও ‘গানমেনস ওয়াক’ সিনেমায় কাজ করেন এ অভিনেতা। ‘গিজেট’ সিনেমার জনপ্রিয় টাইটেল গানটিও গেয়েছেন জেমস ড্যারেন।
অভিনয়ের পাশাপাশি একজন বড় মাপের সংগীতশিল্পীও ছিলেন জেমস। ‘গিজেট’ সিনেমার গানটি বড় ভূমিকা রাখে তার ক্যারিয়ারে। ১৯৬১ সালে ‘গুডবাই ক্রুয়েল ওয়ার্ল্ড’ গানে কণ্ঠ দিয়ে স্বর্ণালি রেকর্ড করেন। সেই ধারাবাহিকতায় অন্তত ১৪টি অ্যালবাম প্রকাশ করেছিলেন। পাশাপাশি সিনেমাতেও সক্রিয় ছিলেন।
‘অল দ্য ইয়াংমেন’ ও ‘বিকজ দে আর ইয়াং’ সিনেমায় দেখা গেছে তাকে। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন শোতেও বাজিমাত করেন তিনি। ‘দ্য টাইম টানেল’ সিরিজ, জেস ফ্রাঙ্কোর ‘ভেনাস ইন ফার্স’ ও ‘লাভ, আমেরিকান স্টাইল’সহ বিভিন্ন সিরিজে অভিনয় করেন জেমস ড্যারেন।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে ১৯৩৬ সালের ৮ জুন জন্ম হয় জেমস ড্যারেনের। হলিউডে জেমস ড্যারেন নামে পরিচিত হলে এই তারকার আসল নাম জেমস উইলিয়াম এরকোলানি।