বিশ্বকাপ উন্মাদনা

ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেবেন নায়িকা

বিনোদন ডেস্ক
  ২০ নভেম্বর ২০২২, ১৩:০০

আর মাত্র কয়েক ঘণ্টা পর কাতারে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে তাদের সমর্থন জানান দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের চলচ্চিত্র তারকারাও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রিয় দলের কথা জানাচ্ছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রিয় খেলোয়াড়দের নিয়ে।  
‘মুসাফির’খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফার ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের সমর্থকদের মাঝে জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুকে এক পোস্টে ঘোষণাটি দেন এই অভিনেত্রী।
মারজান জেনিফার বলেন—‘১০০টা ব্রাজিলের জার্সি গিফট করব। যারা ব্রাজিলের সমর্থক, তারা ২৩ নভেম্বর শোরুমে এসে নিয়ে যাবেন (পুলিশ প্লাজা)। অবশ্যই মনে প্রাণে ব্রাজিলের সাপোর্টার হতে হবে।’
২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় মারজান জেনিফারের। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। এ সিনেমায় তার গ্ল‌্যামার আর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।