হিন্দি সিনেমার স্বর্ণযুগ ধরা হয় পঞ্চাশ-ষাটের দশককে। আর এসময়ের অন্যতম আইকন হিসাবে বিবেচনা করা হয় অভিনেত্রী মীনা কুমারী-পরিচালক কমল আমরোহী জুটিকে। ‘চলতে চলতে ইউহিঁ কোয়ি মিল গ্যয়া থা’ গানের মতোই মীনার জীবনে আচমকা উপস্থিত হয়েছিলেন কমল। প্রেম থেকে বিয়ে ও নানা টানাপড়েন শেষে ট্র্যাজেডি। ১৮ বছরের মেয়ে এবং ৩৪ বছরের পরিচালকের সে প্রেমগাথা এবার দেখা যাবে রুপোলি পর্দায়। ঘোষণা এলো তাদের রোমাঞ্চকর জীবনের বায়োপিক নির্মানের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘মীনা-কমল’ বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মলহোত্র। ইতোমধ্যেই তিনি ‘মহারাজ’, ‘হিঁচকি’-র মতো সিনেমা নির্মান করে দর্শকদের মন জয় করেছেন।
জানা যায়, ‘কমল-মীনা’ সিনেমাটির যৌথ প্রযোজনায় থাকছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড এবং লায়নহার্ট সিনেমা।
বুধবার সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা হতেই হইচই শুরু হয়েছে ভক্তদের মধ্যে। পরিচালক জানিয়েছেন, একেবারে শুরু থেকে উভয়ের শেষ ছবি ‘পাকিজা’ পর্যন্ত ধরার ভাবনা তার। ছবির শুটিং শুরু আগামী বছরে। সঙ্গীত পরিচালনায় এ আর রহমান।
এদিকে ‘মীনা-কমল’ বায়োপিকের ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রযোজকমহল থেকে একটি ভিডিও পোস্ট করা হলে নেটিজেনরা তাদের মন্তব্য জানাতে থাকেন। অনেকে মীনা কুমারীর চরিত্রে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম প্রস্তাব করছেন।
এসময় একজন ভক্ত মন্তব্য করেছেন,‘শ্রদ্ধা কাপুরকে মীনা চরিত্রে দেখতে চাই।’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘শ্রদ্ধা এটির জন্য একটি দুর্দান্ত পছন্দ হবে। ’
অন্যএকজন ভক্ত লিখেছেন, ‘শ্রদ্ধা কাপুরকে কাস্ট করুন দয়া করে তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত।’