‘রং বাজার’-এ দৌঁড়াচ্ছে পিয়া জান্নাতুল

বিনোদন প্রতিবেদক
  ২২ নভেম্বর ২০২২, ১৩:০২

নতুন সিনেমা ‘রং-বাজার’ এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ। বর্তমানে ছবিটির শুটিং চলছে দৌলতদিয়া যৌনপল্লিতে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে দৌলতদিয়ায় শুটিং চলছে ছবিটির। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, ‘রং-বাজার’ একটি কন্টেন্ট ভিত্তিক সিনেমা। বর্তমানে এর শুটিং চলছে দৌলতদিয়া যৌনপল্লিতে। এখানে আরও বেশি কিছু দিন শুটিং চলবে। এরপর ঢাকায় ফিরে বাকি অন্যান্য শুটিংয়ের কথা রয়েছে।


পিয়া আরও বলেন, এই ছবিতে কাজ করতে এসে নতুন এক জগৎকে চিনছি। বিশেষ করে শুটিংয়ের প্রয়োজনে দৌলতদিয়া যৌনপল্লিতে এই প্রথম আসা। বলতে গেলে এখানে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখছি, যে অনুভূতি ভাষায় প্রকাশের নয়। বাইরে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে আবার অনেক কিছুই মিলে না এখানে’।
উল্লেখ্য, ‘রং-বাজার’ ছবির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। ছবিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুৎফুর রহমান জর্জসহ আরও অনেকে।