টুনা মাছ আর শসা খেয়ে ২৩ কেজি ওজন কমেছে ব্লুমের

বিনোদন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৯

‘আমি এতটা ওজন ঝরিয়েছি যে মানসিকভাবে মেনে নিতে পারছিলাম না। আপনি যদি কাউকে কেবল টুনা মাছ আর শসা খাইয়ে রাখেন, বুঝতেই পারছেন তার মনের অবস্থা কী হয়। শুটিংয়ের আগের তিন মাস খাবার নিয়েই শুধু ভেবেছি। এই সময়ে আমি ৫২ পাউন্ড (সাড়ে ২৩ কেজি) ওজন কমিয়েছি।’ এভাবেই ‘দ্য কাট’ সিনেমার প্রস্তুতি নিয়ে বললেন অরল্যান্ডো ব্লুম। ৫ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছেন অভিনেতা। শন ইলিস পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটিতে এক বক্সারের চরিত্র করেছেন ব্লুম।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ব্লুম জানান, ওজন কমানোর এই সফর শারীরিক ও মানসিকভাবে তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল।
‘শুটিংয়ের শেষ দিকে টানা তিন সপ্তাহ আমাকে কেবল টুনা আর শসা খেয়ে থাকতে হয়েছে। কোনো কোনো দিন প্রচণ্ড ক্ষুধার্ত থাকতাম, কিন্তু তারপরও কিছু করার থাকত না,’ বলেন তিনি।
‘দ্য লর্ড অব দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করে পরিচিতি পান অরল্যান্ডো ব্লুম। ব্রিটিশ এই অভিনেতাকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবিতেও দেখা গেছে।
তবে কয়েক বছর ধরে বাণিজ্যিক সিনেমার চেয়ে নিরীক্ষাধর্মী কাজেই তাকে দেখা যাচ্ছে বেশি। যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দ্য আউটপোস্ট বা অ্যামাজনের ফ্যান্টাসি সিরিজ কার্নিভ্যাল রো তাকে নতুনভাবে চিনিয়েছে। সাক্ষাৎকারে ব্লুম জানান, ক্যারিয়ারের শুরু থেকেই নানা ধরনের সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এখন সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মের কারণে সহজে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে।
টরন্টো উৎসবে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ছবি: সংগৃহীত
টরন্টো উৎসবে সঙ্গী গায়িকা কেটি পেরিকে নিয়ে হাজির হয়েছিলেন ব্লুম। প্রিমিয়ারের পর ব্লুমকে প্রশংসায় ভাসিয়েছেন গায়িকা।
তবে অভিনেতা জানান, শুরুতে কেটি পেরি ধরে নিয়েছিলেন, কঠিন ডায়েট ধরে রাখতে পারবেন না তিনি, মাঝপথেই বাদ দেবেন। তবে তাকে একাগ্রচিত্তে প্রস্তুতি নিতে দেখে পেরি নিজেও তার খাদ্যাভাসে বদল আনেন।