দেশের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ‘র সুরের মুর্ছনায় মাতালেন ফ্লোরিডার বাংলাদেশী দর্শকদের। ২১ সেপ্টেম্বর শনিবার ফ্লোরিডা অঙ্গরাজয়ের ডিয়ারফিল্ড বীচের কুইট রাইট পার্কে বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার উদ্যোগে আয়োজিত ইউ এস বাংলা মেলা’২৪ মেলায় তিনি সংগীত পরিবেশন করেন।
সকাল থেকেই আয়োজিত এ মেলার প্রধান আকর্ষণ ছিলেন তিনি। কুমার বিশ্বজিৎ, বাংলা সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সারাদিনের অপেক্ষার প্রহর পেরিয়ে স্টেজে ওঠামাত্রই চারিদিকের দর্শকদের মধ্যে এক অন্যরকম উল্লাস লক্ষ্য করা যায়। উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে সম্মান জানায় প্রিয় শিল্পীর প্রতি।
দেশাত্ববোধক গান দিয়ে শুরু করেন সুরের মূর্ছনা। এর পর একে একে , যেখানে সীমান্ত তোমার্……….. ওহ ডাক্তার…… , তোরে পুতুলের মত করে,….. তুমি রোজ বিকালে,…. সহ কালজয়ী সংগীত পরিবেশন করেন। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে দূর দুরান্ত থেকে ভক্তরা এই মেলায় উপস্থিত হন। এছাড়াও দেশের অন্যতম কন্ঠশিল্পী কনা, চ্যানেল আই সেরা কণ্ঠ ’২৩ এর ফাইনালিস্ট সমির মাহমুদ, প্রবাসী শিশু সহ প্রমুখ সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিশিষ্ট সাংবাদিক শামীম আল আমিনের উপস্থাপনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডা, একতারা ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএসএ , হিন্দু বাঙালি সোসাইটি , সহ বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ। মেলায় বংলাদেশী, ইন্ডীয়ান, পাকিস্তানি পোশাক, খাবারের বিভিন্ন স্টলে সাধারন মানুষের উপচে পড়া ভীড় ছিল । বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডা পক্ষ থেকে আগত দর্শকদের ধন্যবাদ এবং সামনের বছর মেলার অগ্রীম দাওয়াত দেওয়া হয়।