‘নিজের সুখের জন্য যা দরকার তাই করব’

বিনোদন ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২২, ১৩:১৫

সংগীতশিল্পী ইলিয়াসের সঙ্গে ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহার বিয়ে হয়েছিল গত বছর ১ ডিসেম্বর। চলতি বছর তাদের বিচ্ছেদ হয়।  রোববার নিজের ফেসবুকে নিজেকে নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন এই নায়িকা। তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো   
আজ থেকে নরম মনের বোকা আবেগী সুবহাটাকে মেরে ফেলব, না কাউকে ভালোবাসব, না কারও জন্য জন্য মায়া বাড়াব। পাথর হয়ে যাব আর অনেক স্বার্থপর হয়ে যাব কারও কোনো হেল্প করব না। কারণ আমার খারাপ সময়ে হাতে গোনা কয়েকটি মানুষ ছাড়া কেউ ছিল পাশে? যে কদিন বাঁচব নিজের মতো করে ইনশাআল্লাহ।
কারণ অনেক জুলুম করেছি নিজের ওপর অনেক কেঁদেছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এখন থেকে নিজের সুখের জন্য যা করা দরকার তাই করব। কারণ দিনশেষে কারও বাবা এসে টাকা দিয়ে যাবেনা আমাকে। আর নিন্দুকেরা নিন্দাই করতে পারবে।
নিজেকে ভালোবাসা জরুরি, ভালো রাখাই প্রয়োজন। কারণ আজ আমি মরলে কালকে আমার মা ছাড়া সবাই ভুলে যাবে।