পরীমণি ও মিমের মধ্যকার চলা স্নায়ুযুদ্ধের খবর সবারই জানা। সে যুদ্ধের কারণ পরীপতি নায়ক রাজ। তবে সেসব ব্যক্তিগত ফিসফাসফিস ছাপিয়ে এবার তারা মনযোগী বিশ্বকাপ খেলার মাঠে।
সেই খেলার রেশ ধরেই পরীমণি জানালেন তার ৭ দিনের পরিকল্পনা আর মিম জানালেন, এটাই শেষ নয়, শীত আবারও আসবে! না, এবার আর দুই নায়িকা ব্যক্তিগত পর্যায়ে নিজেদের আটকে রাখেননি। গতরাতে হয়ে যাওয়া ব্রাজিল-ক্রোয়েশিয়া আর আর্জেন্টিনা-নেদারল্যান্ড মধ্যকার ম্যাচ নিয়েই তাদের এমন বক্তব্য।
এরমধ্যে গতরাতে ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করার পর খানিকটা বিষণ্ণতা ভর করে আর্জেন্টিনা প্রেমী পরীমণির মনে। কারণ, তার পুত্রের বাবা শরিফুল রাজ ব্রাজিলের পাঁড় ভক্ত। মূলত স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্যই আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচের শুরুতে পরী ঘোষণা দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিস।’
যথারীতি আর্জেন্টিনা জিতেছে ন্যাদারল্যান্ডকে হারিয়ে। যদিও শনিবার সারাদিনে পরীর আর কোনও আপডেট পাওয়া যায়নি সোশ্যাল হ্যান্ডেলে। দেখা যায়নি ব্রাজিলের জার্সি পরা পরীকে। সন্ধ্যা ৭টা নাগাদ পরীমণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের তো মাত্র সকাল হলো। মাত্র খুব থেকে উঠলাম। ফ্রেশ হবো। তারপর ব্রাজিলের জার্সি পরে ছবি তুলবো। অনেক মজা করবো।’
এদিকে শরিফুল রাজের মতো ‘পরাণ’ নায়িকা বিদ্যা সিনহা মিম ব্রাজিলের অন্ধ ভক্ত। প্রিয় দলের পরাজয়ে খানিক বিষণ্ণ নায়িকা। তবে হাল ছাড়েননি। বললেন, ‘কষ্ট লাগতেই পারে, তবে ব্যাপার না। এক মাঘে তো আর শীত যায় না। শীত আবারও আসবে। নেইমাররা আবারও খেলবে এবং ট্রফি নেবে।’
বর্তমানে কক্সবাজার সমুদ্রসৈকতেই একান্ত সময় কাটাচ্ছেন মিম। সমুদ্রসৈকতে নানা ছবি ও ভিডিওর মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন হালের ক্রেজ অভিনেত্রী। সৈকতের বুকে লিখলেন স্বামী সনি পোদ্দারের নামটিও।
অন্যদিকে রাজ-পরী-রাজ্য’র সংসার চলছে সুখেই। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে দুই দলেরই ম্যাচ উপভোগ করেছেন বাসার গ্যালারিতে বসে।