‘রোমান এবার কী উপহার দেয়, সেই অপেক্ষায় আছি’

তানজীম আহমেদ
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২

দেশসেরা আর্চার দিয়া সিদ্দিকীর মনে চাপা উত্তেজনা, অন্যরকম ভালো লাগা কাজ করছে। বিয়ের পর এই প্রথম আরেক দেশসেরা আর্চার রোমান সানার সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করতে যাচ্ছেন। বিয়ের আগে যে কোনও দিবসে রোমানের উপহার ছিল নিত্য নৈমিত্তিক বিষয়, কখনোই ভুল হয়নি। এবার বিয়ের পর স্বামী ভালোবাসা দিবসে কী চমক দেন, সেই অপেক্ষায় আছেন স্ত্রী! 
রোমান-দিয়া দম্পতি পরিণয়ে আবদ্ধ হয়েছেন গত বছরের ৫ জুলাই। তিন বছর প্রেম করার পর নীলফামারীতে বেশ ধুমধামের সঙ্গে ক্রীড়াঙ্গনের আলোচিত জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
এরপর থেকে আর্চারির পাশাপাশি এক ছাদের নিচে সংসারও করে আসছেন রোমান-দিয়া জুটি। ভালোবাসা দিবসে কী উপহার পাবেন, তা এখনও আঁচ করতে পারছেন না দিয়া। তবে মঙ্গলবার রাতে স্ত্রীর হাতে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে অগ্রিম শুভেচ্ছা জানাতে ভুল করেননি রোমান।  
বাংলাদেশ আনসারে খেলা দুজনই রাতে ছিলেন আনসার একাডেমির এক অনুষ্ঠানে। সেখান থেকে দিয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রোমান বিয়ের আগে সবসময় যে কোনও দিবসে আমাকে উপহার দিয়ে আসছে। এবার বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস পালন করতে যাচ্ছি। অধীর অপেক্ষায় আছি ও কী উপহার দেয়। আগে তো আমাকে খুশি করার জন্য বিভিন্ন দিবসে অনেক কিছু করতো। আজ দেখি ও কী করে! যদিও রাতে ফুল এনে হাতে দিয়ে আগাম শুভেচ্ছা জানিয়েছে।’
ভালোবাসা দিবসের দিনে লিগ ছাড়াও রয়েছে র‌্যাঙ্কিং নিয়ে পরীক্ষা। তাই টঙ্গী মাঠেই তীর ধনুক নিয়ে পরীক্ষায় বসতে হচ্ছে।  ফুরসত মেলা ভার। এরপরও দিনশেষে দিবসটি পালন করার ইচ্ছা দিয়ার, 'রোমান কী উপহার দেয় সেই অপেক্ষায় আছি। পাশাপাশি আমিও কিছু একটা দেবো। তবে তা এখনই বলতে চাই না। এছাড়া আমরা খেলা নিয়ে ব্যস্ত আছি।  বিকালের দিকে সুযোগ পেলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে।'
আগে টঙ্গী ক্যাম্পে থেকে দুজনেই অনুশীলন করে আসছিলেন। বিয়ের পর কাছাকাছি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন তারা। স্বামী হিসেবে রোমানের প্রশংসাই ঝরলো দিয়ার কণ্ঠে, 'ও অনেক খেয়াল রাখে। সবসময় আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে। রান্নার সময় তো ওই বেশি সাহায্য করে থাকে। আমাকে কোনও ঝামেলায় পড়তে দেয় না। আমাদের সংসার ভালোই চলছে।’
১৮ ফেব্রুয়ারি আর্চার দল ইরাক যাচ্ছে। চলছে সেই প্রস্তুতিও। দিয়ার ভাষায়, 'ইরাকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে যাবো। এর জন্য ব্যস্ততা রয়েছে। আমাদের প্রস্তুতি ভালো। বিয়ের পরও দুজন আর্চারিতে আগের মতো মনোযোগ দিয়ে যাচ্ছি। আশা করছি দুজনে আবার সাফল্য পাবো। জুটি বেঁধে একসময় পদক আসবে।'
রাতে লাল গোলাপের শুভেচ্ছার পর ভালোবাসা দিবসে দিনের আলোতে দারুণ এক উপহারের আশায় দিয়া। বিয়ের পর প্রথম ভালোবাসা দিবসে রোমানও নিশ্চয় ভাবছেন আগের মতো কীভাবে চমকে দেওয়া যায়!