এ কেমন মধুর প্রতিশোধ!

ফিচার ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৪, ২০:০৫

অভিনব এক প্রতিশোধের ঘটনা ঘটেছে চীনে। সেখানকার এক মহিলা পুরানো খারাপ আচরণের প্রতিশোধ নিতে একটি দোকানে গিয়ে নগদ ৭১ লাখ টাকা গণনা করিয়ে তারপর কোন পন্য না কিনেই চলে যান। ব্যাঙ্ক নোটগুলি গুনতে ওই দোকানের কর্মচারীরা প্রায় দুই ঘন্টা সময় ব্যয় করেছিল।  মহিলার এই প্রতিশোধের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। 
চীনের স্ট্রেইট টাইমস জানিয়েছে, চংকিং-এর স্টারলাইট প্লেস শপিং সেন্টারে ঘটনাটি ঘটে, যেখানে মহিলাটি জুন মাসে কাপড় কেনার জন্য যান।
চীনের ওই মহিলা লুইস ভিটন নামের অভিজাত একটি স্টোরের কর্মীদের দিয়ে দুই ঘণ্টার মধ্যে নগদ ৬ লাখ ইউয়ান (৭০ লাখের বেশি) টাকা গণনা করান এবং অন্য অজুহাত দেখিয়ে কেনাকাটা না করেই চলে যান। এটি ছিল তার ওই দোকানে পূর্ববর্তী সময়ে তিনি যে খারাপ আচরণ পেয়েছিলেন তারই প্রতিশোধ। যেখানে তিনি বিক্রয় কর্মীদের দ্বারা অসম্মানিত হয়েছিলেন। 
তিনি অভিযোগ করেন যে কর্মীরা তার অনুরোধ উপেক্ষা করে, পুরানো জিনিসপত্র দেখিয়ে এবং অধৈর্যতা প্রদর্শন করে তার সাথে খারাপ আচরণ করে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জিয়াওহংশুতে ওই ক্রেতা, তার গল্পটি লিখে দাবি করেছিলেন যে, তিনি যখন পানি চেয়েছিলেন স্টাফরা তখন তাকে উপেক্ষা করেছিল। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর, তিনি বিলাসবহুল ওই ব্র্যান্ডটির সদর দফতরে একটি অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও কোন সাড়া পাননি।
চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ঘটনটিকে ‘বছরের সবচেয়ে সন্তোষজনক প্রতিশোধ’ বলে অভিহিত করেছেন। 
একজন ব্যবহারকারী লিখেছেন, এই সমাপ্তি খুবই আনন্দদায়ক। আমি সবসময় ভাবি কেন এই দোকান সহকারীরা এত অহংকারী ! অন্য একজন মন্তব্য করেছেন, ‘তারা বিলাস দ্রব্য বিক্রি করে, কিন্তু এর মানে এই নয় যে তারা নিজেরাই বিলাসবহুল পণ্য।’ সূত্র: এনডিটিভি।