শখের গাড়িটিকে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ঠিকভাবে পরিষ্কার রাখছেন তো। নিয়মিত গাড়ি পরিষ্কার না করলে গাড়ির ভেতরটা নোংরা হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। তবে অনেকে সারাক্ষণ যত্নে রাখেন গাড়ি। আবার অনেকেই আছেন আলসেমি করে ঠিকভাবে পরিস্কার করেন না। এতে গাড়ির নানান সমস্যা হয়।
যদিও গাড়ি কেনার থেকেও তা যত্নে রাখা একটি বিশাল বড় দায়িত্ব। অনেকদিন ব্যবহার, গাড়ির মধ্যে নানান খাবার খাওয়া, ছোট সদস্যদের সিটের উপর উঠে খেলা নানা কারনে গাড়ির সিট নোংরা হতে পারে। দেখা যায় গাড়ির সিটগুলো তেম চিটচিটে হয়ে যায়, কোথাও আবার কফি কিংবা কেচাপের দাগ। বাইরে থেকে গাড়িটি ফিটফাট লাগলেও ভেতরের অবস্থা সদরঘাটের মতোই। তাই নিয়মিত গাড়ির ভেতরটা পরিস্কার রাখুন। গাড়ির সিট, কার্পেট পরিস্কার করুন। এতে গাড়ির ভেতর ভ্যাপসা, দুর্গন্ধ হবে না।
গাড়ির ভেতর পরিস্কার করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন-
জিনিসপত্র সরিয়ে নিন
প্রথমে গাড়ির ভেতর থেকে সব মালপত্র, ট্রাস বিন এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন।
ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন
সিট, ফ্লোর এবং অন্যান্য স্থানে ভ্যাকুয়াম ক্লিনার চালান। এটি ধুলা ও ময়লা তুলে নিতে সাহায্য করবে।
ব্রাশ ও মাইক্রোফাইবার কাপড়
সিটের ফ্যাব্রিক ও কাঁপাসে ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করুন। কাচগুলো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন।
ড্যাশবোর্ড ও কনসোল
একটি উপযোগী ক্লিনার দিয়ে ড্যাশবোর্ড এবং কনসোল পরিষ্কার করুন। কিছুর জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন।
গন্ধ দূর করুন
গাড়ির ভেতরের গন্ধ দূর করতে গন্ধনাশক স্প্রে বা কিছু পদ্ধতি ব্যবহার করুন।
ফ্লোর ম্যাট পরিস্কার রাখুন
ফ্লোর ম্যাটগুলো ভালোভাবে পরিষ্কার করুন এবং প্রয়োজন হলে পানি দিয়ে ধুয়ে নিন।