মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। সারাক্ষণ ফেসবুকে কোনো না কোনো ছবি, স্ট্যাটাস পোস্ট দিচ্ছেন।
তবে অনেক সময় এমন হয় যে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান। রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল বা ইমেল অ্যাকাউন্টে অ্যাক্সেস দরকার হয়। তবে বেশিরভাগ ব্যবহারকারীর এই দুটোর কোনোটিই থাকে না। ফলে পড়তে হয় বড় ঝামেলায়। তবে এই সমস্যার সমাধানও রয়েছে।
খুব সহজেই রেজিস্টার্ড মোবাইল বা ইমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়াই ফেসবুকের পাসওয়ার্ড বদলাতে পারবেন। এজন্য-
>> ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন।
>> সেখানে যে কোনো একটা সচল ই-মেইল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নম্বর লিখুন। যদি এতে কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন।
>> এবার অ্যাকাউন্টটি হাতে পেয়ে যাওয়ার পর প্রথমেই ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস?’-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলো এবং নতুন একটি কনট্যাক্ট ডিটেইল দিন। খেয়াল রাখবেন, এই কনট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনো এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়।
>> এবার যদি সব সিকিউরিটি চেক পাশ করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। তাহলেই আপনার অ্যাকাউন্টটি আপনি আবার ব্যবহার করতে পারবেন।