ল্যাপটপে অ্যাপল এয়ারপড কানেক্ট করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
  ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:১৫

অ্যাপল এয়ারপড আইফোনে বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত করা খুবই সহজ। বেশিরভাগ ব্যবহারকারী এয়ারপড ফোনে যুক্ত করে ব্যবহার করেন। কিন্তু যখন ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করার প্রয়োজন পরে তখনই বাঁধে বিপত্তি। সঠিক উপায় না জানার কারণে সহজ কাজটিও কঠিন হয়ে পড়ে।

খুব সহজেই কিন্তু আপনার ল্যাপটপে অ্যাপল এয়ারপড কানেক্ট করতে পারবেন। জেনে নিন উপায়-

>> প্রথমে আপনার ল্যাপটপের ব্লুটুথ অন করুন। এয়ারপডগুলো চার্জিং কেসে রাখুন। ব্লুটুথ অন করতে স্টার্ট মেনু > সেটিংস > ডিভাইস > ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইসে যান।

>> এয়ারপড পেয়ারিং মোডে রাখুন। এয়ারপড কেসটি খুলুন, ইয়ারবাড দুটি কেসে রেখে দিন। কেসের পেছনের বোতামটি ধরে রাখুন যতক্ষণ না সাদা লাইট ব্লিংক করা শুরু করে। এটি পেয়ারিং মোডে প্রবেশ করেছে।

>> ল্যাপটপে ডিভাইস যুক্ত করুন। অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইসে ক্লিক করুন। ব্লুটুথ নির্বাচন করুন। তালিকায় এয়ারপডস দেখালে সেটি নির্বাচন করুন।

>> কানেকশন নিশ্চিত করুন। সফল সংযোগ হলে একটি নোটিফিকেশন আসবে এবং এয়ারপড ল্যাপটপের সাউন্ড আউটপুট হিসেবে সেট হবে।

>> সাউন্ড পরীক্ষা করুন। একটি অডিও ফাইল চালিয়ে এয়ারপডে সাউন্ড আসছে কি না দেখুন। যদি না আসে, তাহলে কন্ট্রোল প্যানেল > সাউন্ড সেটিংস > প্লেব্যাক ডিভাইসে গিয়ে এয়ারপড সিলেক্ট করুন এবং সেট অ্যাস ডিফল্ট করুন।