বাজারে আসা নতুন আইফোন ১৫তে দেওয়া হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। অ্যাপল সবসময় আইফোনে ফাস্ট চার্জার দেয়। তারপরও ব্যাটারির আয়তন কম থাকায় আর চার্জিং ফ্যাসিলিটি এত ফাস্ট না হওয়ায় অনেকের কিছু অভিযোগ থাকে। যদিও নতুন মডেল নিয়ে অ্যাপলের দাবি, আইফোন ৮ থেকে শুরু করে যে কোনো আইফোন মডেল গ্রাহকদের ৩০ মিনিটের মধ্যে ৫০ শতাংশ ব্যাটারি চার্জ দেয়।
অ্যাপলের সফটওয়ার অপটিমাইজেশন এমনিতেও ভাল। তারপরও অ্যাপলের ডিভাইস দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-
নির্ধারিত চার্জার ব্যবহার করুন
অ্যাপলের নির্ধারিত চার্জার ব্যবহার করুন। এতে আইফোন দ্রুত চার্জ হবে সেই সঙ্গে ব্যাটারি স্বাস্থ্যও ভালো থাকবে। অ্যাপল যদিও এখন চার্জার দেয় না। তবে তারা রেকমেন্ড করে দেয়। টাইপ সি পোর্ট দেয়ায় এখন অনেক অ্যান্ড্রয়েডের চার্জার ব্যবহার করতে পারেন। এমনটি ঠিক নয়। ফোনের ব্যাটারির ওপর চাপ পড়বে। আইফোনের ক্ষেত্রে ব্যাটারির স্বাস্থ্য নিয়ে বাড়তি মনোযোগ দেয়া অত্যন্ত জরুরি।
সিপোর্ট লাইট ক্যাবল ব্যবহার করুন
চার্জার না দিলেও অ্যাপল সিপোর্ট লাইট ক্যাবল ঠিকই দেয়। ফোন চার্জ দিতে এই সিপোর্ট লাইট ক্যাবলগুলো ব্যবহার করতে পারেন। যা অন্য সাধারণ ক্যাবেল থেকে দ্রুত চার্জ করবে।
সি পোর্ট অ্যাডাপ্টার ব্যবহার করুন
অ্যাপলের ফাস্ট চার্জিং ১৮ওয়াট, ২৯ওয়াট, ৩০ওয়াট, ৬১ওয়াট, এবং ৮৭ ওয়াটের ইউএসবি সি পোর্ট অ্যাডাপ্টার ব্যবহার করুন। পাওয়ার ব্যাংক দিয়ে ফাস্ট চার্জ করতে টু-পোর্ট আউটপুটযুক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করুন।
ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন
আইফোন চার্জ করার সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন। এতে ফোনের ইন্টারনাল সব অ্যাপের কাজ বন্ধ থাকবে এতে আইফোন দ্রুত চার্জ হবে।