চলতি গ্রীষ্মে জর্জিয়ার একটি বাড়ির ছাদে পড়া উল্কাপিণ্ডটি পৃথিবীর চেয়ে দুই কোটি বছর বেশি বয়সী বলে জানিয়েছেন এর খণ্ডাংশ নিয়ে গবেষণা করা এক বিজ্ঞানী।
নাসার বরাতে সিবিএস নিউজ জানায়, গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে অ্যামেরিকার আকাশে রহস্যজনক এক উল্কার দেখা মেলে। উল্কাপিণ্ডটির বিস্ফোরণ হয় জর্জিয়ায়। এ থেকে সৃষ্ট শব্দ শুনতে পান স্থানীয়রা।
ইউনিভার্সিটি অব জর্জিয়ার গ্রহবিষয়ক ভূতত্ত্ববিদ স্কট হ্যারিস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্কাপিণ্ডটির বিষয়ে তার গবেষণার ফল তুলে ধরেন।
তিনি জানান, উল্কাপিণ্ডটির চেরি টমেটোর আকৃতির একটি টুকরা থেকে ২৩ গ্রাম ভগ্নাংশ পরীক্ষা করে দেখেন তিনি। মূল উল্কাটি এক ব্যক্তির বাসার ছাদে গুলির মতো বিদ্ধ হয়। এটি আটলান্টার বাইরের বাড়িটির একটি তলায় গর্ত সৃষ্টি করে।
তিনি জানান, জর্জিয়ার ম্যাকডোনার মাটিতে পড়া উল্কাপিণ্ডটির দীর্ঘ ইতিহাস আছে।
ভগ্নাংশগুলো মাইক্রোস্কোপে পরীক্ষা করে হ্যারিস এ সিদ্ধান্তে আসেন যে, উল্কাটি গঠন হয় ৪৫৬ কোটি বছর আগে। এ সময়টা পৃথিবীর চেয়ে মোটামুটি দুই কোটি বছর বেশি।
ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক হ্যারিসকে জানান, উল্কাপিণ্ড থেকে সৃষ্ট ধুলা এখনও শয়নকক্ষে পাচ্ছেন তিনি।