‘হায়ার ন্যাশনাল সেলস অ্যাওয়ার্ড টিভি টাইটান’ অ্যাওয়ার্ড পেয়েছে টেলিভিশন নিয়ে দেশের প্রথম ই-কমার্স প্লাটফর্ম টিভিহাট।
সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডিলার মিটে হায়ার বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াং জিয়াংজিং এবং সেলস ডিরেক্টর আশরাফুল ইসলামের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন টিভি হাট ডটকমের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী নাঈম আহছান।
ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবা দানে কাজ করেছে টেলিভিশন নিয়ে দেশের ইকমার্স প্লাটফর্ম টিভি হাট (tvhut.com.bd)।