ভারতে নাগরিক পরিষেবায় দ্রুতই বাড়ছে ডিজিটাল লেনদেনের পরিচর্যা। ফলে নতুন পেমেন্টের পরিষেবা অফার করেছে গুগল। ভারতে গুগল প্লে দিয়ে ডিটিএইচ, ইন্টারনেট, গ্যাস, ফাস্ট্যাগ, প্লে রিচার্জ ছাড়াও বিদ্যুৎ বিল পরিশোধ করেন ভারতীয় নাগরিকরা; যা মূলত ইন-অ্যাপ পরিষেবা।
বিদ্যুৎ বিল পরিশোধে সময়ে সময়ে ছুটতে হয় পরিষেবা দপ্তরে; যা ভারতের নাগরিকরা এখন অনলাইনেই সেরে ফেলতে পারবেন। তাও আবার ঘরে বসেই। চাইলে বিল পেমেন্টের কাজ কয়েক মিনিটেই ‘গুগল পে’ অ্যাপ দিয়ে করা সম্ভব। যার জন্য গুগল পে ভারতের বহু রাজ্যের বিদ্যুৎ বিতরণ ও রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্ব করেছে।
গুগল পেমেন্ট সেবার কারণে ভারতে ডিজিটাল পেমেন্টের পরিসংখ্যান বেড়ে গেছে। ভারতে ডিজিটাল পরিষেবা দ্রুত বাড়ছে। ফলে নতুন পেমেন্টের পরিষেবা অফার করেছে গুগল। ভারতের নাগরিকরা গুগল পে দিয়ে ইন্টারনেট, গ্যাস, ডিটিএইচ, ফাস্ট্যাগ, প্লে রিচার্জ ছাড়াও বিদ্যুৎ বিল পরিশোধ উপভোগ করছেন।