বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। সারাক্ষণ কোনো না কোনো কাজে ব্যবহার করছেন স্মার্টফোন। ব্যাঙ্কিং থেকে কেনাকাটা প্রায় সবকিছুতেই ফোন ব্যবহার করে থাকেন। ফোনের মাধ্যমে স্কুলের অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিসের কাজও করা হয়।
স্মার্টফোনের খুব সাধারণ একটি সমস্যায় কমবেশি সবাই পড়েন, তা হচ্ছে হঠাৎ ফোন গরম হয়ে যাওয়া। দেখা যায় কথা বলতে বলতে ফোন গরম হয়ে যায়। এতটাই গরম হয়ে যায় হাতে ধরে রাখা যায় না। এভাবে ফোন বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে।
ফোন বিভিন্ন কারণে গরম হতে পারে। আবহাওয়ার প্রভাবে হতে পারে। স্মার্টফোন অত্যধিক গরম হওয়ার জন্য পরিবেশ একটি প্রাথমিক কারণ। গ্রীষ্ম এবং গরম জলবায়ু ডিভাইসের জন্য সমস্যা তৈরি করতে পারে এবং এতে যখন কাজ করা হয়, তখন এটি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
>> স্মার্টফোনে কভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে চার্জ করার সময় কভার খুলে রাখুন। কিছু কভার তাপ চলাচলের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, যা তাপকে ডিভাইসে আটকে রেখে এটিকে গরম করে তোলে।
>> আপনার ফোনের ব্যাটারি ভালো আছে কি না খেয়াল রাখুন। এখানকার বেশিরভাগ ফোনের ব্যাটারি যেহেতু ফোনের ভেতর থাকে তাই বোঝা মুশকিল যে ব্যাটারির স্বাস্থ্য ভালো আছে কি না। অনেক সময় স্মার্টফোনের ক্ষতিগ্রস্ত ব্যাটারিও ডিভাইসের অতিরিক্ত গরম হওয়ার কারণ হতে পারে। যদি হ্যান্ডসেট নিয়মিত অতিরিক্ত গরম হতে থাকে, তাহলে ব্যাটারি পরীক্ষা করা উচিত।
>> যারা স্মার্টফোনে অএঙ্ক বেশি গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন। এতে লো-এন্ড প্রসেসিং হয়, ফলে স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে।
>> একই সঙ্গে একাধিক অ্যাপ চালানো বা ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ খোলা রাখাও স্মার্টফোনের অতিরিক্ত গরমের কারণ হতে পারে। ডিভাইসটি কাজের চাপ পরিচালনা করতে তাপ উৎপাদন বৃদ্ধি করে।
>> ফোন এমন জায়গায় রেখে চার্জ দিন যেখানে ডিভাইস গরম হবে না। বিছানার উপর রেখে ফোন চার্জ না দেওয়াই ভালো। টেবিল বা এই জাতীয় কোনো অংশে ফোন চার্জ দিন।
>> পুরোনো সফটওয়্যার ডিভাইস গরম করার আরেকটি বড় কারণ। নিয়মিত আপডেটের অনুপস্থিতিতে স্মার্টফোনের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
>> সরাসরি সূর্যের আলোতে ফোন রাখবেন না। চেষ্টা করুন ফোন কোনো ছায়া জায়গায় রাখতে। গাড়ির ড্যাশবোর্ডে ফোন ফেলে রাখবেন না। ফোন গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।