রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। এবার মাইক্রোসফট রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে। শুক্রবার একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে। খবর এনবিসি নিউজের।
এনবিসি নিউজ জানায়, শুধু মাইক্রোসফটই নয়, আমেরিকান প্রযুক্তি জায়ান্ট অ্যাপলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের পণ্য বিক্রি স্থগিত করেছে।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ লিখেছেন, ইউক্রেনে আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় যোগাযোগ করছি।
তবে যে সব রাশিয়ান বর্তমানে মাইক্রোসফটের সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করেন তাদের কী হবে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। ...