ডায়াবেটিক জটিলতা মোকাবিলায় চীনের সুপার কম্পিউটার

ডেস্ক রিপোর্ট
  ১০ জুন ২০২৪, ১১:০০

চীনের অন্যতম দ্রুততম সুপার কম্পিউটার থিয়ানহ্য ২ ব্যবহার করে সম্প্রতি চীনা গবেষকরা ডায়াবেটিক জটিলতার চিকিৎসার একটি সম্ভাবনাময় থেরাপিউটিক চিকিৎসা চিহ্নিত করেছেন।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত থিয়ানহ্য ২ সুপার কম্পিউটার বিশ্বের শীর্ষ ৫০০ দ্রুততম কম্পিউটারের মধ্যে ১৬তম। নতুন ওষুধ আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে।
থিয়ানহ্য ২-এর ভার্চুয়াল স্ক্রিনিং ব্যবস্থা ব্যবহার করে সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুঁজে পেয়েছেন ২ এমবিসি নামের একটি বিশেষ শাখাযুক্ত অ্যাসিলকার্নিটাইন জৈবরাসায়নিক। যা শরীরে রক্ত ​​জমাট বাঁধার হারের সঙ্গে সম্পর্কিত।
গবেষকরা বলেছেন, আবিষ্কারটি ডায়াবেটিসের মতো বিপাকীয় রোগগুলোর সঙ্গে যুক্ত জটিলতার বিরুদ্ধে লড়াইয়ে থেরাপিউটিক কৌশলের নতুন সম্ভাবনা দেখাচ্ছে।
গবেষকরা দেখেছেন যে, রক্তের প্লাটিলেটগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলে ২ এমবিসি। প্লাটিলেট ঘনীভূতকরণ, বিস্তার এবং সংকোচনের ক্ষমতায় প্রভাব রাখে এটি। প্রভাবটি ইঁদুরের শরীরেও ঘটে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।