বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। প্রতিদিন প্রায় দুশো কোটির বেশি মানুষ ব্যবহার করছেন প্ল্যাটফর্মটি। ব্যক্তিগত তো বটেই অফিসের জরুরি কথাবার্তাও চলে এখন হোয়াটসঅ্যাপে।
সারাক্ষণ ছবি, ভিডিও, জরুরি ফাইল শেয়ার করছেন। এসব ছবি, ভিডিও অটো গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। ফলে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে গিয়ে ফোন স্লো হওয়া সহ নানান সমস্যা দেখা দিচ্ছে। আপনি কিন্তু খুব সহজেই ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিও অটো সেভ হওয়া বন্ধ করতে পারেন।
একটি নির্দিষ্ট চ্যাট থেকে মিডিয়া সেভ বন্ধ করতে-
>> হোয়াটসঅ্যাপে গিয়ে নির্দিষ্ট চ্যাট বা গ্রুপের সেটিংস কনট্রোল করতে পারেন।
>> এজন্য একটি নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ ওপেন করুন।
>> এরপর মোর অপশনস > ভিউ কন্টাক্ট অথবা গ্রুপ ইনফো অপশনে যেতে হবে।
>> এরপর মিডিয়া ভিজিবিলিটি > নো > ওকে অপশনে ক্লিক করুন।
পুরো হোয়াটসঅ্যাপের মিডিয়া ভিজিবিলিটি অফ করতে-
>> হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।
>> এবার এখান থেকে থ্রি ডট মেনুতে যান।
>> তারপর সেখান থেকে সেটিংস> চ্যাটস অপশনে ক্লিক করুন।
>> এখানে পাবেন মিডিয়া ভিজিবিলিটি অপশন চালু করে দিন।