স্মার্টওয়াচ এখন বেশ জনপ্রিয়। সব বয়সী মানুষ ব্যবহার করছেন স্মার্টওয়াচ। বলা হয় স্মার্টফোনের সবচেয়ে কাছের বিকল্প হচ্ছে স্মার্টওয়াচ। বাজারে নানান ব্র্যান্ডের স্মার্টওয়াচ আছে। সারাক্ষণ হাতে পরে থাকছেন স্মার্টওয়াচ। ধুলা, ঘামে নষ্ট হতে পারে আপনার শখের স্মার্টওয়াচটি।
নিয়মিত স্মার্টওয়াচের যত্ন না নিলে অল্পদিনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত আপনার স্মার্টওয়াচটির যত্ন নিন। দেখে নিন কীভাবে স্মার্টওয়াচ দীর্ঘদিন নতুনের মতো রাখতে পারেন-
>> মসৃণ কাপড়ের টুকরোতে সামান্য ক্লাস ক্লিনার মাখিয়ে ঘড়ির কাচের উপর আলতো করে ঘষুন। এটা প্রতি দিন নিয়ম করে করলে ধীরে ধীরে দাগছোপ মিলিয়ে যাবে।
>> ঘড়ির উপরের হালকা দাগ ওঠাতে জুয়েলারি বাক্সের পাতলা কাপড় খুবই কাজে দেয়। স্ক্র্যাচের উপর ধীরে ধীরে পাতলা কাপড় ঘষুন। দেখবেন দাগ, ময়লা সব চলে গেছে।
>> ঘড়ির ব্যান্ড পরিষ্কার করাটা মুখের কথা নয়। প্রথমে ঘড়ির থেকে ব্যান্ডটা খুলে নিন। এর পর ডিটারজেন্ট মেশানো পানিতে তা খানিক ক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন ব্যান্ডের ময়লা দাগছোপ উঠে গিয়েছে। কড়া দাগ ওঠাতে ব্রাশ দিয়ে ব্যান্ডটি ঘষুন। এরপর পানি দিয়ে ব্যান্ডটি ধুয়ে শুকিয়ে নিন।
>> নিয়মিত স্মার্টওয়াচ মুছে পরিষ্কার রাখুন। তবে সাবান পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে যাবেন না। সেই সঙ্গে স্মার্টওয়াচের বেল্টও নিয়মিত পরিষ্কার রাখুন। এতে দীর্ঘদিন ব্যবহারের পরও ওয়াচ নতুনের মতোই থাকবে।
>> এছাড়া স্মার্টওয়াচ দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে সঠিক সময়ে চার্জ দেওয়া এবং আপডেট করা জরুরি। এতে দীর্ঘদিন পর্যন্ত স্মার্টওয়াচটি ব্যবহার করতে পারবেন। নতুন ফিচারগুলোও ব্যবহার করতে পারবেন পুরোনো মডেলটিতেই।