পাকিস্তান

ধরপাকড় সত্ত্বেও পিটিআই’র অবস্থান কর্মসূচি চলবে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৪, ২১:৩৮

ইসলামাবাদে ব্যাপক দমনপীড়ন এবং ধরাপাকড়ের পরও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশব্যাপী তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির অন্যতম নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
পিটিআই সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আইনের শ্রেষ্ঠত্ব ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই’র ম্যান্ডেট চুরি করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংসতা চালানো হয়েছে, তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় আন্দোলনে নিহত কর্মীদের পরিবারগুলোকে এক কোটি রুপি করে আর্থিক সহায়তারও প্রতিশ্রুতি দেন তিনি।
সরকারের কঠোর সমালোচনা করে পিটিআই নেতা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের দমন করতে সহিংস পন্থা অবলম্বন করা হচ্ছে। সরকারকে এ ধরনের আচরণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
এদিকে, ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সৈয়দ আলী নাসির রিজভী জানিয়েছেন, গত তিনদিনে ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে ৬১০ জনকে।
বিক্ষোভকারীদের কাছ থেকে ২০০টিরও বেশি যানবাহন ও ৩৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে ভিডিও প্রমাণ রয়েছে, সশস্ত্র বিক্ষোভকারীদের মুখোশ পরে অগ্রসর হতে দেখা গেছে।
আইজিপি জানান, বিক্ষোভকারীদের কর্মকাণ্ডের কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আঘাত এসেছে এবং বেশ কিছু সদস্য আহত হয়েছেন।
এসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।