শ্রীলঙ্কায় নভেম্বর মাসে ভোগ্যপণ্যের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। এটি দেশটির গত ৬১ বছরের ইতিহাসে মূল্যস্ফীতি কমার সর্বোচ্চ হার। শনিবার (৩০ নভেম্বর) লঙ্কান সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কায় নিত্যপণ্যের ব্যাপক ঘাটতি দেখা দেয়, মূল্যস্ফীতি পৌঁছায় প্রায় ৭০ শতাংশে। সেই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলারের বেইলআউট ঋণ নেয় লঙ্কান সরকার। পাশাপাশি, কর বৃদ্ধি এবং বিভিন্ন ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়। এগুলো ধীরে ধীরে দেশটির অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রাখছে।
শনিবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি আরও কমবে। এর কারণ হিসেবে জ্বালানি এবং খাদ্যদ্রব্যের দামের বড় পতনকে চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, মূল্যস্ফীতি আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরে আসবে।
এর আগে, গত অক্টোবর মাসে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমার হার ছিল ০.৮ শতাংশ এবং সেপ্টেম্বরে ছিল ০.৫ শতাংশ।
গত সেপ্টেম্বরে নির্বাচিত লঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে বলেছেন, আইএমএফের সঙ্গে তার পূর্বসূরীর আলোচনা করা বেইলআউট কর্মসূচি তিনি চালিয়ে যাবেন। এই কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় ব্যয় সংকোচন এবং কর বৃদ্ধির মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।