রাশিয়া ও পাকিস্তান আগামী বছর প্রথম সরাসরি ট্রেন চালু করবে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আওয়াইস লেঘারি রুশ সংবাদমাধ্যম আরটিকে জানিয়েছেন। ২০২৫ সালের মার্চে রেল সংযোগে ট্রায়াল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎকারে আওয়াইস লেঘারি বলেন, দ্বিপক্ষীয় আলোচনা সম্প্রসারণের সঙ্গে রাশিয়া ও পাকিস্তানকে একটি নতুন মালবাহী ট্রেন লাইনের মাধ্যমে যুক্ত করা হবে।
মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি সম্প্রতি বলেছেন, আগামী বছরের মার্চের প্রথম দিকে দক্ষিণ-উত্তর ট্রেন ট্রায়াল চলবে। রাশিয়া থেকে ইরান এবং আজারবাইজান হয়ে পাকিস্তানে পণ্য পরিবহন করবে এই ট্রেন।
গত অক্টোবরে ইসলামাবাদে রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরিবহন ও লজিস্টিক প্রকল্প নিয়ে আলোচনা হয়।
এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ-মস্কো স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প সহযোগিতা এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে ৮টি সমঝোতা স্মারক সই করেছে। প্রায় এক দশক আগে গঠিত আন্তঃসরকারি কমিশনের বৈঠকে এসব চুক্তি হয়েছে।