বিতর্কিত খালিস্তান নেতা অমৃতপাল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৩, ২০:৫৫

শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপাল সিং। রোববার ভারতের পাঞ্জাব পুলিশ এ তথ্য জানিয়েছে।
পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক সুখচাইন সিং গিল বলেছেন , ‘আমরা অমৃতপাল সিং সম্পর্কে খবর নিশ্চিত করেছি। সে আত্মসমর্পণ করেনি। পুলিশের দল রোদে গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলে। অমৃতপাল সিংয়ের আর কোনো উপায় ছিল না। আমাদের দল গুরুদ্বারের ভেতরে যায়নি। গুরুদ্বারের পবিত্রতা সম্পর্কে সম্পূর্ণ যত্ন নেওয়া হয়েছিল’। 
তিনি বলেন, ‘আজ সকাল ৬টা ৪৫ মিনিটে অমৃতপালকে গ্রেপ্তার করে পুলিশ। অমৃতপাল সিংকে বিশেষ বিমানে আসামে পাঠানো হয়েছে। তাকে দিব্রুগড় জেলে রাখা হবে।’
অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে তিন দিন আগে আটক করা হয়েছিল। লন্ডনগামী কিরণকে অমৃতসর বিমানবন্দরে প্রথমে আটকানো হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তর। পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাকে আটক করা হয়। সেই ঘটনার তিন দিন পরেই ধরা পড়লেন অমৃতপাল। অনেকের ধারণা স্ত্রীর টানেই অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, শনিবার সন্ধ্যাতেই মোগা শহরে পা রেখেছিলেন অমৃতপাল। তিনি যে শহরে এসেছেন, তা নিজেই ফোন করে পুলিশকে জানিয়েছিলেন। 
অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য শতাধিক সমর্থককে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিং। ওই ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিলেন। ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অমৃতপালকে গ্রেপ্তার করা যায়নি। তিনি পাঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর এবং অমৃতসরের একাধিক গ্রামে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন। কিছুতেই তাকে ধরতে পারছিল না পুলিশ।