পাকিস্তানে কাউন্টার টেররিজম কার্যালয়ে বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৩, ১২:৩২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজমের অফিসে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। প্রদেশটির কাবাল জেলায় সোমবার রাতে এ দুই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ খানের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
শরিফুল্লাহ খান জানান, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। অফিসে মজুত করা বিস্ফোরক থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেখানে কাবাল বিভাগের পুলিশ স্টেশন ও রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর ছিল। তবে মূলত ক্ষয়ক্ষতি হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।
প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলছেন, অফিসে একটি পুরোনো গোলাবারুদের স্টোর ছিল। পুলিশের দ্বারা এ বিস্ফোরণ ঘটেছে নাকি হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।