ইসরাইলের গোয়েন্দা বিভাগ মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার মোবাইল ইরান হ্যাক করেছে বলে দাবি করেছে সংস্থাটির সাবেক প্রধান ডেনি ইয়াটম।
তিনি বলেন, হ্যাক করে ইরান মোসাদপ্রধানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারেনি বলেও মন্তব্য করেছেন।খবর জেরুজালেম পোস্টের।
ডেনি ইয়াটম আরও বলেন, মোসাদের বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ার মোবাইলটি সেকেলে। এ মোবাইল থেকে ইসরাইলের কোন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারবে না।
ডেভিড বার্নিয়ার স্ত্রী রনির কাছ থেকে মোবাইলটি খোয়া যায় বলে টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়।