মলদোভায় গিয়ে কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
  ১৮ নভেম্বর ২০২৩, ১২:৫৫

রাষ্ট্রীয় সফরে মলদোভায় গিয়ে কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার বেলেন। আর তাকে যে কুকুরটি কামড়টি দিয়েছে সেটির মালিক খোদ মলদোভার প্রেসিডেন্ট মিয়া সান্দুর। গত ১৬ নভেম্বর এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, মলদোভার প্রেসিডেন্টের সরকারি ভবনের কোর্টইয়ার্ডে হাঁটছিলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। এ সময় মলদোভার প্রেসিডেন্ট মিয়া সান্দুর কুকুরকে আদর করার চেষ্টা করেন তিনি। আর তখনই কামড় দেয় এটি।
এদিকে এমন ঘটনার পর ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেছেন তার কুকুরের নাম কোদরত। কুকুরটি অনেক মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিল। ফলে আদর করতে আসা অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ে দেয়। অবশ্য এ ঘটনার পর মলদোভার স্পিকারের সঙ্গে দেখা করেন তিনি। ওই সময় তার হাতে ব্যান্ডেজ দেখা যায়। মলদোভার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে দুইদিন আগে চিয়ানসুতে যান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। মূলত মলদোভার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ব্যাপারে কথা বলেন তিনি।