ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে চিকিৎসকদের দৃষ্টান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৬

রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল এক হাসপাতালের অপারেশন থিয়েটার। তবে ভয়ঙ্কর সেই মুহূর্তেও অস্ত্রোপচারে নিয়োজিত চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করেছেন পেশাদারিত্ব ও সাহসিকতার। ভূমিকম্প শুরু হলেও তারা আতঙ্কিত না হয়ে রোগীর প্রাণ রক্ষাকে অগ্রাধিকার দেন। নিজেদের নিরাপত্তার কথা না ভেবে ঠান্ডা মাথায় অপারেশন চালিয়ে যান।
রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করছিলেন। হঠাৎ শুরু হয় প্রবল ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, দুলে ওঠে যন্ত্রপাতি। তবু কেউ থেমে যাননি—অপারেশনের মাঝপথে থেকেও স্থির থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।
আরটি জানায়, বুধবার সকালে কামচাটকা ক্রাই উপদ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। ৮ দশমিক ৮ মাত্রার মূল ভূমিকম্পের পরপরই আরও দুটি আফটারশক অনুভূত হয়—যার একটি ছিল ৬ দশমিক ৯ এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি জানিয়েছে, চিকিৎসকেরা অপারেশন শেষ করতে সক্ষম হয়েছেন এবং রোগী এখন পুরোপুরি নিরাপদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের এই পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সাহসিকতার প্রশংসা করছেন অনেকে।