ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে ইরানে নতুন করে সামরিক হামলার বার্তাও দিয়েছেন তিনি। রবিবার (স্থানীয় সময়) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন—এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
সেখানে দাঁড়িয়ে কাৎজ বলেন, “আমি এখান থেকেই স্বৈরাচার খামেনিকে স্পষ্ট করে বলতে চাই—ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে, আমাদের লম্বা হাত আরও বেশি শক্তিশালী হয়ে তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার লক্ষ্য আপনি নিজেই হবেন।”
তার এই বক্তব্য তুলে ধরেছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে তাৎক্ষণিকভাবে ইরান সরকারের পক্ষ থেকে এই হুমকির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।
তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন, টানা ১২ দিন ধরে চলা এই সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়। যদিও পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং যেকোনো সময় ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।